মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে এক দফা দাবীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন
জয়পুরহাটে এক দফা দাবীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
এক দফা জাতীয়করণের দাবীতে জয়পুরহাটে মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষকরা মানববন্ধন করেছে। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার বেসরকারী শিক্ষক- কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি সদর উপজেলার আয়োজনে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার সদর উপজেলার ১শ’ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান। মাধ্যমিক পর্যায়ে বেসরকাররি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। তাদের দাবী না মেনে নেওয়া পর্যন্ত তাঁরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবেন। এসময় শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মহুরুল দাখিল সাদরাসার সুপারিডেডেন্ট মো: মাহবুবুর রহমান খাঁন, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, জয়পুরহাট টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারিডেনডেন্ট মো: জিয়াউর রহমান, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মো: আলমগীর কবীর, স্যাইয়েদানা রাসুলুল্লাহ (সাঃ) সুপার আব্দুস সালাম, সুপার বেলাল হোসেন, সদর থানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ সকল প্রতিষ্ঠানের প্রধানগন।
বিষয়: #জয়পুরহাট #দাবী #বেসরকারি #মানববন্ধন #শিক্ষক