শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে দেশী বিদেশি অস্ত্রসহ পাচারকারি শহিদ গ্রেফতার
কোস্টগার্ডের অভিযানে দেশী বিদেশি অস্ত্রসহ পাচারকারি শহিদ গ্রেফতার
মনির হোসেন
টেকনাফের সাবরাং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ একজন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন।
আটক অস্ত্র পাচারকারির নাম মো. শহিদ (৩৭) তিনি টেকনাফের সাবরাং এলাকার বাসিন্দা।
২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং এলাকার বাসিন্দা মোঃ শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র পাচার করে টেকনাফের কুখ্যাত ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর শনিবার রাত ৫টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় মোঃ শহিদ এর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অদ্য আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় বর্ণিত মোঃ শহিদ এর বাড়ির তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় ১টি G-3 রাইফেল, ৮ রাউন্ডস তাজা গোলা ও ১টি দেশীয় চাপাতি সহ মোঃ শহিদ (৩৭) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #কোস্টগার্ড