রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » পর্যায়ক্রমে সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করতে হবে— অধ্যাপক এবিএম ফজলুল করিম
পর্যায়ক্রমে সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করতে হবে— অধ্যাপক এবিএম ফজলুল করিম
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারী অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেছেন, পর্যায়ক্রমে সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করতে হবে। জাতীয়করণের পূর্ব পর্যন্ত ৪৫ ভাগ বাড়ি ভাড়া, সরকারীর ন্যয় মেডিক্যাল ভাতা ও ১শ’ ভাগ উৎসব প্রদান করতে হবে। গোটা জাতিকে বুদ্ধিবৃত্তিক দিক নির্দেশনা দেওয়ার লক্ষে এবং জ্ঞান ও আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আওয়ামী সরকারে নাস্তিকদের কে বাদ দিয়ে কমপক্ষে ২জন বিশিষ্ট আলেমকে অন্তর্ভূক্ত করতে হবে।
তিনি জয়পুরহাটে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখা আয়োজিত আরামনগরের স্থানীয় আব্বাস আলী খান মিলনায়তনে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
ফেডারেশনের জেলা সভাপতি আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আামির ডা: ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারী ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারী মুহা: রবিউল ইসলাম, ফেডারেশনের জেলা উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া মন্ডল।
ফেডারেশনের জেলা সেক্রেটারী প্রভাষক মাও: মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওঃ সাইদুর রহমান, বাংলাদেশ কারিগরী শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, ক্ষেতলাল শিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: আমিনুল ইসলাম, তালীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দিকুল্লাহ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি আব্দুল আলিম, হানাইল আলিয়ার মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হাকিম, পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও: আবুল বাশার, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, বাংলাদেশ এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাও: সাইদুল ইসলাম, বাংলাদেশ কিল্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি আবু সুফিয়ান (মুক্তার) প্রমুখ। এ সম্মেলনে জেলার ৫ উপজেলার মাদ্রাসা, কলেজ, মাধ্যমিক স্কুল, কারিগরি, প্রাথমিক বিদ্যালয় ও কিল্ডারগার্টেনের সকল প্রতিষ্ঠান প্রধান সহ প্রায় ২ হাজার শিক্ষকমন্ডলী অংশগ্রহন করেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বানিয়া পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: সাইদুর রহমান, বাঁশখুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আজাহার আলী, বুড়াইল ফাজিল মাদ্রাসার উপধ্যক্ষ মাও: সাইদুল ইসলাম, শিরট্টী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল বারিক, মহব্বতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ গোলাম কিবরিয়া সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান গণ।
সম্মেলন শেষে প্রধান অতিথি শিক্ষকদের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষে প্রত্যেক বিভাগের প্রধান দের নিয়ে ফেডারেশনের জেলা সভাপতি আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ফেডারেশনের আন্দোলনকে গতিশীল করতে সব বিভাগীয় প্রধানদেরকে এগিয়ে আসার আহবান জানান।
বিষয়: #জাতীয়করন #প্রতিষ্ঠান #ফজলুল #শিক্ষা