মঙ্গলবার ● ১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট র্যাব-৯ এর হাতে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা ও সাবেক চেয়ারম্যান লাবু গ্রেফতার
সিলেট র্যাব-৯ এর হাতে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা ও সাবেক চেয়ারম্যান লাবু গ্রেফতার
বুলবুল আহমেদ:-
সিলেট র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকা থেকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লাবু তালুকদার গ্রেফতার।
জানাযায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল সোমবার (৩০ সেপ্টেম্বর) ২০২৪ ইংরেজী তারিখ অনুমানিক ৩টা ৩০মিনিটের সময় মৌলভীবাজার জেলার সদর থানার মোস্তাফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ জনৈক মোঃ দেলোয়ার হোসেন বাচ্চুর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গত ২২ আগষ্ট ২০২৪ইংরেজী তারিখে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং- ১৭/৫২৮, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, একই দিন আরেকটি মামলা নং-১৮/৫২৯, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, অন্য আরেকটি মামলা নং-১৯/৫৩০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে পলাতক দুইজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি (৫৫) ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ সদর থানার মুজিব সড়ক গ্রামের মৃত মোতাহার হোসেন তালুকদারের পুত্র
মোঃ লাবু তালুকদার (৫৮)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
বিষয়: #সিলেট