বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাজনগরের ইউপি চেয়ারম্যান ছানা হত্যাকারী পিন্টু সুলতান সিলেটে গ্রেফতার
রাজনগরের ইউপি চেয়ারম্যান ছানা হত্যাকারী পিন্টু সুলতান সিলেটে গ্রেফতার
নিজস্ব সংবাদ :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাশেমবাজারে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা হত্যামামলার মূলহোতা বিএনপি কর্মী পিন্টু সুলতান (৫১)-কে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব- ৯। ০২ অক্টোবর বুধবার বিকেলে র্যাব- ৯, সদর কোম্পানী ও সিপিসি- ৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার চন্ডীপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজনগর উপজেলার রক্তা গ্রামের আশ্বব আলীর পুত্র।
উল্লেখ্য- রাষ্ট্রীয় পট-পরিবর্তনের সুযোগে গত ৯ আগস্ট সকাল ১০টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের কাশেমবাজারে সনাতনী সম্প্রদায়ের দোকান লুটপাটের উদ্দেশ্যে বিএনপি কর্মী পিন্টু সুলতানের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ বন্দুক নিয়ে আক্রমণ চালানো হয়। ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা প্রতিহত করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় পিন্টু সুলতান তাকে লক্ষ্য করে বন্দুকের গুলি ছুড়লে তিনি লুটিয়ে পড়েন এবং তার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৫ আগস্ট রাজনগর থানায় হত্যামামলা দায়ের করা হয়।
বিষয়: #সিলেট