বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » নাগরিক সংবাদ » আজ( ২ অক্টোবর ২০২৪ ) কবি রিপন শান এর মা বেগম রওশান আরা পাঞ্চায়েত এর তৃতীয় মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে শান ফাউন্ডেশন।
আজ( ২ অক্টোবর ২০২৪ ) কবি রিপন শান এর মা বেগম রওশান আরা পাঞ্চায়েত এর তৃতীয় মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে শান ফাউন্ডেশন।
প্রেস বিজ্ঞপ্তি #
সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার সংগঠন ♦️♦️শান ফাউন্ডেশন♦️♦️ এর পক্ষ থেকে আজ বাদ জোহর দক্ষিণ ধলীগৌরনগর চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কবি সাংবাদিক প্রভাষক রিপন শান এর মমতাময়ী মা বেগম রওশান আরা পাঞ্চায়েতের রুহের মাগফিরাত কামনায় এক আন্তরিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের পরে চতলা বাজার মায়ের দোয়া মিস্টিঘর এন্ড হোটেলে- চতলা কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের সম্মানে এক প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে ।
দিনব্যাপী শান ফাউন্ডেশনের এই মহতী আয়োজনে মরহমার সকল আত্মীয় স্বজন ও সুহৃদকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন শান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক কবি রিপ শান ।
উল্লেখ্য, ২ অক্টোবর একই দিন, চতলা বাজার কেন্দ্রীয় মসজিদের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিক মাওলানা আলাউদ্দিন আহমাদ মিয়ারও নবম মৃত্যুবার্ষিকী ।
শহীদজায়া বেগম রওশান আরা পাঞ্চায়েত ; একাত্তরের কিংবদন্তি বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ মানবসেবক সালাউদ্দিন আহমাদ মিয়ার প্রাণপ্রিয় সহধর্মিণী । তিনি লালমোহন জনপদের সর্বশেষ পঞ্চায়েত প্রধান ও অবিভক্ত লালমোহন ইউনিয়ন পরিষদের ইতিহাসখ্যাত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমান পাঞ্চায়েতের আদরের ছোটকন্যা । বেগম রওশান , লালমোহনের অবিস্মরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান মোতাহার উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলৈর একসময়ের তুখোড় মেধাবী ফার্স্টগার্ল । লালমোহন জনপদের প্রথম নারী এন্ট্রান্স পরীক্ষার্থী । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন তাঁর বাবার মতোই অত্যন্ত ধর্মপরায়ণ, দানশীল এবং দয়ালু ।
ওপারে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ শান্তি নসীব করেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি কবি রিপন শান ।
বিষয়: #মৃত্যুবার্ষিকী