শুক্রবার ● ৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » বরিশাল » বেগম রওশান ও মাওলানা আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী ঘিরে শান ফাউন্ডেশনের মানবিক আয়োজন সম্পন্ন।
বেগম রওশান ও মাওলানা আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী ঘিরে শান ফাউন্ডেশনের মানবিক আয়োজন সম্পন্ন।
পবিত্র আয়োজনের মধ্য দিয়ে ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি কবি রিপন শানের মমতাময়ী মা বেগম রওশান আরা পাঞ্চায়েতের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও চতলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি মাওলানা আলাউদ্দিন আহমাদের নবম মৃত্যুবার্ষিকী উদযাপন করেছে - সামাজিক ন্যায়বিচার কায়েম ও সার্বজনীন মানবাধিকার সংগঠন ♦️ শান ফাউন্ডেশন ♦️ ।
আজ (২ অক্টোবর ২০২৪) বুধবার, জোহরবাদ দক্ষিণ ধলীগৌরনগর চতলা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় মরহুমার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠান। শান ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন- চতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাস্টার, সদস্য হাফেজ মোহাম্মদ আলমগীর, আলহাজ্ব আব্দুর রশিদ মাস্টার, মাহমুদ উল্লাহ মিয়া, জহির উদ্দিন ফরহাদ, চতলা রোদসীর সভাপতি মফিজুল ইসলাম নাসিম, নির্বাহী সভাপতি মোঃ ফখরুল ইসলাম, উপদেষ্টা সায়েদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলের পরে বেগম রওশান আরা পাঞ্চায়েতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চতলা মায়ের দোয়া মিস্টিঘরে শান ফাউন্ডেশন আয়োজন করে প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠান। প্রায় দুশো মেহমানের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রীতিভোজে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন - ভোলা দক্ষিণ প্রেসক্লাব সহসভাপতি হেলাল উদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রণি, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, কোষাধ্যক্ষ মিজান হাওলাদার, তথ্য ও গবেষণা সম্পাদক মামুন হোসাইন, নির্বাহী সদস্য আখতার হোসেন, লালমোহন মিডিয়া ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, বদরপুর কলেজ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সভাপতি সাংবাদিক মাহে আলম আখন, সহ-সভাপতি প্রভাষক সোলায়মান সোহাগ পাটোয়ারী, শিক্ষার্থী সদস্য মোঃ নাজিম উদ্দিন, মোহাম্মদ জিহাদ প্রমুখ।
শোকাবহ এই দিনটিকে ঘিরে চতলা বাজারে বসে শান ফাউন্ডেশনের স্বজন সুজনদের অন্যরকম এক প্রাণের মেলা।
বিষয়: #বেগম