শুক্রবার ● ৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » দৌলতপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত
দৌলতপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দীন :
দৌলতপুরে বাংলাদেশ জাতায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকেল দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উত্তর সাংগঠনিক শাখার উদ্যোগে সভায় প্রধান মেহমান ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। জামায়াতের দৌলতপুর উত্তর সাংগঠনিক শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের শিল্প সাহিত্য সম্পাদক অধ্যাপক ড. নুরুল আমীন জসিম, মিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম ও দৌলতপুর দক্ষিণ সাংগঠনিক শাখার আমীর মোঃ আরোজ উল্লাহ। এ সময় দৌলতপুর দক্ষিণ সাংগঠনিক শাখার সহকারী সেক্রেটারী মোঃ মোস্তাফিজুর রহমান, এনামুল হক সহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তেব্যে অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, দীর্ঘ ১৬ বৎসর ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার নানা নাটক মঞ্চস্থ করে জামায়াত ইসলামকে সন্ত্রাসী, জঙ্গী,
যুদ্ধাপরাধীর দল হিসেবে অপবাদ দিয়েছে। ফ্যাসিষ্ট সরকার দেশ থেকে পালানোর পর দেশের মানুষ বুঝতে পেরেছে জামায়াত জঙ্গী নয়, সন্ত্রাসী নয়, যুদ্ধাপরাধী নয়। তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম ইনছাফ ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তাই জামায়াতের কর্মী সমর্থকদের দুর্বার গতিতে দাওয়াতী কাজ করে মানুষের আস্থা অর্জনের অনুরোধ করেন।
বিষয়: #দৌলতপুর