শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী পালণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী পালণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নিজস্ব সংবাদ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ৪ অক্টোবর শুক্রবার। মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের সভাপতি দিগেন্দ্র সিংহের সভাপতিত্বে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউনাইটেড কমার্স ব্যাংকের এফভিপি সব্যসাচী গুপ্ত, ডাচ-বাংলা ব্যাংকের এসএভিপি ও লেখক কয়েস সামী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগীয় প্রধান প্রণব সাহা, মৌলভীবাজার জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ অহিদুজ্জামান ও বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মোকাম্মেল আলী মুন্না। পূর্ণিমা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের সাধারণ সম্পাদক অয়েকপম অঞ্জু, মৌলভীবাজার জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান পরিমল শর্ম্মা, ব্রজকিশোর সিংহ, থাংজম সুখ সিং প্রমুখ। পরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ লাবণী সিনহা, বিকাশ সিংহ, নন্দিতা সিনহা ও ওয়ারেপ্পাম য়োইহেনবাকে সংবর্দনা প্রদান করা হয়।