শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাশকতার মামলায় ছাতকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
নাশকতার মামলায় ছাতকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচা বলে পরিচিত ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপির আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত শনিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগ্ওা ইউপির বুড়াইর গাও গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আওয়ামীলীগের ইউপির সভাপতি মখলিছুর রহমানকে গ্রেপ্তার করেন। ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ঘন্টার মধ্যে তাকে হস্তান্তর করা হয়েছে সুনামগঞ্জ সদর থানায়।তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে।
জানা যায়,গত ৪ অগাস্ট ছাত্র-জনতার কর্মসূচিতে বাদীর ভাই জহুর আহমদ গুলিবিদ্ধ হন। হাফিজ আহমদ দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে। সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক তিন সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক পৌর মেয়র নাদের বখত, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সদর থানার ওসি খালেদ চৌধুরী এবং এসআই রিয়াজ আহমদ। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টির নেতাকর্মী এবং সাংবাদিকসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। এমামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো প্রস্ততি চলছে। এ মামলায় বলা হয়েছে, ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রী ও আসামিদের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেডসহ দেশি অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
বিষয়: #আওয়ামীলীগ #গ্রেপ্তার #ছাতক #নাশকতা. মামলা #নেতা