শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে ইউপি চেয়ারম্যানের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্টিত
ছাতকে ইউপি চেয়ারম্যানের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্টিত
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া হত্যাকান্ডের মুলহোতা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদকে ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
গত শনিবার বিকালে সিলেট সুনামগঞ্জ সড়কের জালালপুর পয়েন্টে ছাতক উপজেলার সবস্তরের জনগনের ব্যানারে মানববন্ধনে শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,নিহতের চাচা আব্দুর রহমান,ছোট ভাই আতিকুর রহমান,
জমির আলী,প্রবাসী কবির মিয়া,সাবেক মেম্বার সায়াদ আহমদ,আকবর আলী,জামাল মিয়া,মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,এজাহারে সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই বিল্লাল আহমদকে আসামী করায় থানা পুলিশ মামলা গ্রহন করেনি।
মামলার বাদী নিহত ফারুক মিয়ার স্ত্রী রেহেনা বেগমের অভিযোগ, মামলার এজাহার পরিবর্তন করতে বলেন থানার সাবেক ওসি আতিকুর রহমান
। এছাড়া ইউপি চেয়ারম্যানের নাম বাদ দিয়ে অভিযোগ দায়েরের পরামর্শ দেন ওসি । চেয়ারম্যান আসামীর নাম বাদ না দেয়ার ৫ দিনেও আলোচিত এ হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা
রেকড হয়নি। এ ঘটনায় আওয়ামীলীগের দালাল থানার সাবেক এসআই অরূপ সাগর বাদী হয়ে একই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় ২দিন পর রাতে একটি হত্যা মামলা দায়ের করেছিল।
জানাযায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের মৃত মাষ্টার আব্দুস সাত্তারের পুত্র ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী ফারুক মিয়া গত ২০১৮ সালে ২১ জুন নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। ২২ জুন সকালে গ্রাম সংলগ্ন পাতলাচুড়া বিলের কচুরিপনায় পড়ে থাকা তার ব্যবহৃত জুতা ও লুঙ্গি এবং এ বিল থেকেই তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় তার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদসহ ১০ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও সেই সময় থানা পুলিশ এ এজাহার হিসাবে গ্রহন করেনি।
মামলার আসামীদের রক্ষা করতে থানার সাবেক ওসি আতিকুর রহমান বিভিন্ন অজুহাত সৃষ্টি করেছে।
থানার সাবেক ওসি আতিকুর রহমানের নিদেশে ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় এসআই অরূপ সাগর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা রুজু করার সত্যতা স্বীকার করেছিল।
অপরদিকে ফারুক মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা না নেয়ায় ও খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, শোকর্যলি, ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃরা।
এ সময় খুনী বিল্লালকে ফাসির দাবীতে ইউনিয়নের বিভিন্র গ্রাম থেকে খন্ড-খন্ড মিছিল সহকারে লোকজন জড়ো হতে থাকে। এসময় মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে এলাকা। মিছিলকারিরা ফারুকের হত্যাকারিদের ফাসির দাবিতে শ্লোগান দিতে থাকে।
বিষয়: #আনোয়ার #রনি #হোসেন