বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের শ্রমিকলীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতি ও বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য সহ র্যাব-৯ ৩জনকে গ্রেফতার করেছে।
সিলেটের শ্রমিকলীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতি ও বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য সহ র্যাব-৯ ৩জনকে গ্রেফতার করেছে।
বুলবুল আহমেদ:-
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গতকাল (৯ অক্টোবর)
২০২৪ ইংরেজী তারিখ আনুমানিক ৬টা ১৫ মিনিটের সময় সিলেট কোতয়ালী থানাধীন নয়াসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে
শ্রমিকলীগের সভাপতি আজিজুল হাকিম (রাজু) (২৮) কে গ্রেফতার করা হয়।
গত (২৪ অক্টোবর) ২০২৪ইংরেজী তারিখে এসএমপি কোতয়ালী থানার এফআইআর নং-২৩/৩৭৮। ধারা: -১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী এসএমপি, সিলেটের ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও সিলেট জেলার কোতয়ালী থানার আল আমিন চারিঘরপার গ্রামের আব্দুল লতিফ এর পুত্র
আজিজুল হাকিম (রাজু) (২৮)।
দিনের অপর আরো একটি অভিযানে ৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এর কোতয়ালী থানাধীন জেল রোড এলাকা থেকে কোতয়ালী থানার গত (২৪ আগস্ট) এফআইআর নং-১৯/৪১৮। ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এসএমপি, সিলেটের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও কোতয়ালী থানার আ/এ বনশ্রী আম্বরখানা গ্রামের মৃত আব্দুল লতিফ শেখ এর পুত্র শহীদ শেখ (২৮)।
একউ দিনের তৃতীয় আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ০৯ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক ৮টা ১০মিনিটের এসএমপি সিলেট এর শাহপরাণ (রাঃ)) থানাধীন উত্তর বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি কোতয়ালী থানার গত (২৩ আগষ্ট) ২০২৪ইংরেজী। এফআইআর নং-২২/৩৭৭, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে গ্রেফতারকৃত আসামী বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য ও সিলেট জেলার শাহ পরান থানার লুকমান মিয়ার পুত্র আব্দুল্লাহ (২৪)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও, উল্লেখিত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।