বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খুলনা » দৌলতপুরে ৭টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সারদীয় দূর্গা পূজা
দৌলতপুরে ৭টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সারদীয় দূর্গা পূজা
খন্দকার জালাল উদ্দীন ::
বুধবার থেকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। দেবী দূর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ উৎসব শুরু হবে আজ। সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও সনাতন ধর্মালম্বীরা দূর্গোৎসবের সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ডপে মন্ডপে শোভা পাচ্ছে দেবী দূর্গা। এবছর দৌলতপুরে ৭টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গা পূজা। দৌলতপুরে যে সকল মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে তারমধ্যে রয়েছে, আল্লারদর্গা, তারাগুনিয়া শালিমপুর, ফিলিপনগর কর্মকারপাড়া, ওমরপুর, ছাতারপাড়া এবং খলিসাকুন্ডি দাসপাড়া ও খলিসাকুন্ডি কর্মকারপাড়া। দুর্গোৎসবকে নির্বিগ্ন ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রতিটি মন্ডপে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেছেন।
বিষয়: #দৌলতপুর