বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের মধ্যনগরে শহিদ আয়াতুল্লাহর কবর জেয়ারত করলেন জেলা প্রশাসক
সুনামগঞ্জের মধ্যনগরে শহিদ আয়াতুল্লাহর কবর জেয়ারত করলেন জেলা প্রশাসক
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শহিদ আয়াতুল্লাহর কবর জেয়ারত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামে সরজমিনে গিয়ে শহিদ আয়াতুল্লাহর কবর জেয়ারতের পাশাপাশি শহিদ পরিবারের খোজখবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, এনডিসি মো. মোস্তাফিজুর রহমান ইমন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. সজীব রহমান,শহিদ আয়াতুল্লাহর পিতা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী ও শহিদের বড় ভাই সোহাগ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহিদ মো.আয়াতুল্লাহ এর জন্ম ২০০৫ সালের ২৫ ডিসেম্বর গ্রামের বাড়ীতে। তাঁর পিতার নাম মো. সিরাজুল ইসলাম মাতা শুভা আক্তার। দুই ভাই ও দুই বোনের মধ্যে আয়তুল্লাহ ছিলেন মা-বাবার সর্বকনিষ্ঠ সন্তান। আয়াতুল্লাহর দাদা আব্দুর রহীম কালারচান ফকির এলাকার একজন মরমী সাধক,৭১ এর মুক্তিযুদ্ধের সংগঠক ও বিত্তবান সালিশী ব্যক্তিত্ব ছিলেন। শহীদ আয়াতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিলে যোগদান করতে গিয়ে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ১১ দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আয়াতুল্লাহর মরদেহটির সন্ধান পায় পরিবার। বর্তমানে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের জলুষা গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন এই শহিদ।
বিষয়: #আয়াতুল্লাহ #কবর #জেলা #জেয়ারত #প্রশাসক #মধ্যনগর #শহিদ #সুনামগঞ্জ