শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত পলাতক আসামীসহ গ্রেফতার-৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত পলাতক আসামীসহ গ্রেফতার-৩
ওয়াহিদুর রহমান ::
-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় মাদক সহ দুই কালোবাজারি ও তালিকাভুক্ত পলাতক মহিলা আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জগন্নাথপুর পৌর-সভার বাড়ীজগন্নাথপুর(পুরানহাটি) এলাকার মৃতঃসোনাফর আলীর পুত্র কালা শাহ (৩১) ও মৃতঃহারিছ উল্লাহর পুত্র লিটন মিয়া(৩৮)
এ-সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে সিআর-৫৭৩/২৩ (সদর) মামলার তালিকাভুক্ত পলাতক আসামী জগন্নাথপুর পৌর-শহরের বাড়ীজগন্নাথপুর এলাকার দ্বীরা দেবের স্ত্রী বানী রানী দেবকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮(অক্টোবর)শুক্রবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ-আদালতের মাধ্যেমে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ মারফতে জানাযায়,১৭(অক্টোবর) বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দের দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টার কাওছার মাহমুদ তোরন ও এএসআই কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর পৌর-শহরের বাড়ীজগন্নাথপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং১০,ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ২৪(ক)/১০(ক)/ ৪১ এর আসামী কালোবাজারি কালা শাহ ও লিটন মিয়াকে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মদ সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আকন্দ বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় মাদককারবারি দুইজন ও তালিকাভুক্ত পলাতক এক মহিলা সহ তিনজন গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #জগন্নাথপুর #সুনামগঞ্জ