শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে প্রবাসীর তালাবদ্ধ বাসায় দূধূর্ষ চুরির ঘটনায় দুই পেশাদার চোর গ্রেপ্তার
ছাতকে প্রবাসীর তালাবদ্ধ বাসায় দূধূর্ষ চুরির ঘটনায় দুই পেশাদার চোর গ্রেপ্তার
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি
ছাতকে যুক্তরাজ্য এক প্রবাসীর তালাবদ্ধ বাসায় দূধূর্ষ চুরির ঘটনায় দুই পেশাদার চোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুঁটেজের মাধ্যমে চোরদের সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হলো থানা পুলিশ। সেই সাথে গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাইকৃত কিছু মালামালও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ছাতক পৌরসভার চরেরবন্ধ এলাকার আমির উদ্দিনের ছেলে জামিরুল ইসলাম (২৭) ও পূর্ব নোয়ারাই এলাকার কাহার মিয়ার ছেলে রনি মিয়া (৪৫) গত শুত্রুবার বিকালে পুলিশ অভিযান তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করছে পুলিশ। গত শনিবার সকালে তাদেরকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গত ১২ অক্টোবর রাতে পৌর সভার মন্ডলীভোগ এলাকার ইমন মঞ্জিল নামের যুক্তরাজ্য প্রবাসী আজমত আলীর তালাবদ্ধ বাসায় দূধূর্ষ চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোরেরা বাসা থেকে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন (১৩ অক্টোবর ) রাতে পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী আজমত আলীর ভাই ফরিদ আহমদ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে বাসার সিসি ফুঁটেজের মাধ্যমে চোরদের সনাক্ত করে গত শুত্রুবার তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক সিকান্দার আলী এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই কিছু মালামাল উদ্ধার করেন। এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিযা হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিষয়: #ছাতক