রবিবার ● ২০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের শিললুয়ার হাওরপাড়ে বারকী শ্রমিকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের শিললুয়ার হাওরপাড়ে বারকী শ্রমিকের লাশ উদ্ধার
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শিললুয়ার হাওরে রাস্তার পার্শ্বে পানিতে ডুবে থাকা এক বারকী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) রাতে নিহত আব্দুল আলিম (৪৬) এর মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আব্দুল আলিম সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামের মৃত সোলেমান মিয়ার পুত্র। সুনামগঞ্জ সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক,এসআই উজ্জল মিয়া,এসআই আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন ও লাশের ছুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। এসময় সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশিদ মিয়া ও ইউপি সদস্য ইউনুছ আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান,বারকি শ্রমিক আব্দুল আলিম ধোপাজান চলতি নদীতে দেশিয় বেলচা দ্বারা বালি কুড়িয়ে একটি ছোট নৌকায় বহন করে বালিবিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাত ১১টায় বালিবিক্রির ৩৫ হাজার টাকা নিয়ে তিনি পায়ে হেটে ধোপাজান নদীর পাড় থেকে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে অক্ষয়নগর গ্রাম সংলগ্ন শিললুয়ার হাওরের ইব্রাহিমপুর-ডলুরা রাস্তার পশ্চিমপার্শ্বের খালে অজ্ঞাত ডাকাতদল তাকে নৃশংসভাবে খুন করে লাশ পানিতে ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে পরিবারের লোকজন নিহতের ব্যবহৃত ০১৯৪৮-২৮০৯৩৬ নাম্বারে মুঠোফোনে তাকে না পেয়ে হন্য হয়ে খুজতে থাকে। শনিবার দিনব্যাপী অনুসন্ধানের পর দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে পানির উপর ভাসমান অবস্থায় নিহতের লাশ দেখতে পান স্বজনরা। একই স্থানে লাশের পাশে পানিতে একটি মোটর সাইকেলের ভাঙ্গা যন্ত্রাংশ ও দুই জোড়া স্যান্ডেল পাওয়া যায়। পরে আত্মীয় স্বজনরা লাশটি পানি থেকে রাস্তায় তুলে রাখার পাশাপাশি মোটর সাইকেলের যন্ত্রাংসগুলি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ লাশটি উদ্ধারের সাথে সাথে ইব্রাহিমপুর গ্রাম থেকে একটি মোটর সাইকেল জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুল হক বলেন,একই স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ কিশোর ও যুবক গুরুতর আহত হয়ে দুজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পুলিশ নিহতের মাথায় ও কানে জখমের আলামত পেয়েছে। লাশের ঘায়ে আঘাতের ধরন সংক্রান্ত ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর ঘটনাটি ডাকাতিসহ খুন নাকি দূর্ঘটনাজনিত খুন তা পরিস্কারভাবে বুঝা যাবে।
বিষয়: #সুনামগঞ্জ