মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইন আদালত » সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ৬৩ আইন কর্মকর্তা নিয়োগ
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ৬৩ আইন কর্মকর্তা নিয়োগ
আনোয়ার হোসেন রনি ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন আদালতে ৬৩ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত, শিশু আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ করা হয়। গত ২৭ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত নিয়োগাদেশ জারি করা হয়েছে। আদেশে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হলো।
নিয়োগকৃতদের মধ্যে সুনামগঞ্জ জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল নিয়োগ পেলেন। জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিয়োগ পেলেন মো. শামসুল হক। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হয়েছেন মো. শামছুর রহমান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আমিরুল হক, সহকারী পাবলিক প্রসিকিউটর জয়শ্রী দেব। শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুল জলিল। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ প্রসিকিউটর আনিছুজ্জামান শামীম, সহকারী বিশেষ প্রসিকিউটর শফিকুল ইসলাম বুলবুল। জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হানিফ সোলেমান। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে শের-এ-নূর আলী, ইমদাদ হোসেন, ড. মো. জিয়াউর রহিম শাহীন, মোহাম্মদ মাসুক আহমদ, মোহাম্মদ শাহীনুর রহমান শাহীন, মামুনুর রশীদ কয়েস, আবুল বাসার নিয়োগ পেয়েছেন। জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে মো. ইফতেখার আলম চৌধুরী, মনজু মিয়া, তায়েফ আল মাসুদ, জহুরা খাতুন, মোছা. হেলিনা আক্তার, সৌরভ তালুকদার, আবু হানিফা (নোমান) নিয়োগ পেলেন। জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে আবু বকর, আবু মোহাম্মদ জালাল উদ্দিন আসপিয়া, সাদিকুর রহমান স্বপন, ওবায়দুর রহমান চৌধুরী, মখদুদুল হক দোহা, মাহাম্মদ নাজিম কয়েস আজাদ, আজমল হোসাইন, মোশাহদ আলী, আব্দুল মজিদ, মাওলানা কামাল হোসেন (২), রমজান আলী, কামাল হোসেন (৩), ফয়সল আহমদ, জাবেদ মো. নূরে আলম, আব্দুল আহাদ, ছোলেহ আহমদ, আবু তাহের মোহাম্মদ সারওয়ার, গিয়াস উদ্দিন, মো. জামাল উদ্দিন, আবুল কাশেম, মো. ফজলুল হক, শায়েস্তা উদ্দিন, দীপঙ্কর বণিক, শহিদুল ইসলাম, আব্দুর রায়হান (জুয়েল), আইন উদ্দিন, তৌহিদ আহমদ চৌধুরী, মামুন-অর-রশীদ, মোহাম্মদ মাসুক মিয়া, আতিকুর রহমান, মাহফুজুল হক হিমেল, আশরাফুজ্জামান, হেলাল আহমদ, সাইফুর রহমান, আব্দুর রউফ, শামীম মাহমুদ, নজমুল করিম, আব্দুল গাফফার (২), আলম উদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন নিয়োগ পেয়েছেন।তাদের ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালকুদার,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,সহ-সম্পাদক আমিনুল ইসলাস হিরন,সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা,অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক,সদস্য নাজমুল ইসলাম,মুশাহিদ আলী,নুরউদ্দিনসহ প্রমুখ।তারা বলেন ৬৩জন আইন কর্মকতাকে অভিনন্দন জানিয়ে বলেন তাঁদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা, জেলা ও দায়রা জজ কোটের তাদের মাধ্যমে ন্যায় বিচার এখন পাবে।
বিষয়: #আইন #আদালত #কর্মকর্তা #জজ #জেলা #দায়রা #নিয়োগ #সুনামগঞ্জ