মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খুলনা » দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী বাসে বিজিবি তল্লাশি চালায়ে দেড় কোটি টাকা মূল্যের ৯ বোতল বিষ উদ্ধার
দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী বাসে বিজিবি তল্লাশি চালায়ে দেড় কোটি টাকা মূল্যের ৯ বোতল বিষ উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন:
কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস থেকে দেড় কোটি টাকা মূল্যের ৯ বোতল সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
জেলার মিরপুর উপজেলার শিমুলতলা এলাকা থেকে এ বিষ উদ্ধার করা হয়। রাত ১১টায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ২৮ অক্টোবর সোমবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী আল আমিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় শিমুলতলা এলাকা থেকে মালিক বিহীন ২৫ মিলি লিটার বোতলের ৯ বোতল বিষ উদ্ধার করে । উদ্ধার করা বিষের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
বিষয়: #কুষ্টিয়াগামী #তল্লাশি #দৌলতপুর #বাস #বিজিবি