শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন
রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবস উপলক্ষ্যে শপথ পাঠ (নির্বাচিত), আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং খাল ও জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতাসহ নানা কর্মসূচি গ্রহণ করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন স্থানে পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপণ করা হয়। এরপর উপজেলার খাল ও জলাশয় এবং পরিষদ প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও এবারের জাতীয় দিবসের শ্লোগানের উদ্ভাবক আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান।অন্যদেও মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন নওগাঁর ছাত্রনেতা ফজলে রাব্বী এবং উদ্যোক্তাদেও পক্ষে ফিরোজ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুবক-যুব মহিলাদের মাঝে ৭লাখ ৫৫হাজার টাকার ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিষয়: #উদযাপন #জাতীয় #দিবস #যুব #রাণীনগর