শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইন আদালত » সুনামগঞ্জে জেলা জজ আদালতে নারী শিশু পিপি ও এডিশনাল পিপি,এপিপিসহ ছাতকে ৪জন আইনজীবি নিয়োগ পেলেন
সুনামগঞ্জে জেলা জজ আদালতে নারী শিশু পিপি ও এডিশনাল পিপি,এপিপিসহ ছাতকে ৪জন আইনজীবি নিয়োগ পেলেন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা জজ নারী শিশু আদালত পিপি,এডিশনাল পিপি,ও এপিপিসহ ছাতকে ৪জন কৃতি সন্তান আইনজীবি সরকারি কৌসুলি হিসাবে নিয়োগ পেয়েছেন।তারা হলেন উপজেলার সাবেক ছাত্রনেতা ও ছৈলাআফজলাবাদ ইউপির বানারসি গ্রামের হাজী মোঃ আব্দুল জব্বার ছেলে এডভোকেট আব্দুল জলিল পিপি,গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপির বদিরগাও গ্রামের মৃত আকল মিয়ার ছেলে এডভোকেট মোহাম্মদ মাসুম মিয়া এডিশনাল পিপি,চরমহল্লা ইউনিয়নের চরদূলভ গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে এডভোকেট মোঃ আব্দুল আহাদ এপিপি,কালারুকা ইউপির মুক্তির গাও গ্রামের উস্তার আলী ছেলে এডভোকেট মোঃ আলম উদ্দিনসহ ছাতকে ৪জন আইনজীবি সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও সহকারীপাবলিক প্রসিকিউটর (এপিপি)সহ নিয়োগ প্রাপ্ত ৪ জন সরকারি কৌসুলি নিবাচিত হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন আদালতে ৬৩ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত, শিশু আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ করা হয়। গত ২৭ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত নিয়োগাদেশ জারি করা হয়। ্৬৩ জন নব-নিবাচিত আইন কৌসুলে কর্মকতাকে ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,যুন্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন,সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা,অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক,সদস্য নাজমুল ইসলাম, আরিফুর রহমান মানিক,মুশাহিদ আলী,নুর উদ্দিন,লুৎফুর রহমান শাওন প্রমুথ।
বিষয়: #আদালত #জজ #জেলা #নারী #শিশু #সুনামগঞ্জ