শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজার ৫৩তম জাতীয় সমাবায় দিবস ২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
মৌলভীবাজার ৫৩তম জাতীয় সমাবায় দিবস ২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
জিতু তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধি:
”সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহী বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের সাথে মৌলভীবাজারেও জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
২ নভেম্বর (শনিবার)সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসক প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল হক, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, অধ্যক্ষ গাজী মোঃ সালাহ উদ্দিন, ইউসিসি’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, এসময় জেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন, সভায় সমবায়ের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারুপ বিষয়ে আলোকপাত করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।
বিষয়: #জাতীয় #মৌলভীবাজার #সমাবায়