শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খুলনা » নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শহরে ৩টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন
নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শহরে ৩টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন
নিজস্ব প্রতিবেদক
বর্তমান প্রেক্ষাপটে খুলনা শহরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে ৮ নভেম্বর শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত যথাক্রমে লেফটেন্যান্ট আশরাফ এর নেতৃত্ত্বে শিববাড়ি মোড়, লেফটেন্যান্ট মোস্তাফিজ এর নেতৃত্ত্বে বয়রা বাজার ও লেফটেন্যান্ট কমান্ডার রেজওয়ান এর নেতৃত্ত্বে গোয়ালখালী মোড়ে যৌথবাহিনী চেকপোস্ট স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হয়। নৌবাহিনীর তত্ত্বাবধানে নেভাল প্রভোস্ট, নৌ কন্টিনজেন্ট ও পুলিশ এর সমন্বয়ে* যানবাহন সার্চ, বৈধ কাগজপত্র চেক, গাড়ির সিট বেল্ট বাধা, হেলমেট পরিধান সম্পর্কে সচেতনা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের চেকিং কার্যক্রম পরিচালনা করে।
উক্ত সময় সর্বমোট ৩৩৭ টি মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি, ট্রাক এবং বড় বাস তল্লাশি করা হয়। এ প্রেক্ষিতে মোট ৫১টি মামলা করা হয় এবং ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ১২টি অবৈধ মোটরসাইকেল ও ০১টি সিএনজি জব্দ করে পুলিশের তত্ত্বাবধানে নিয়ে যায়। এছাড়াও উক্ত মোটরসাইকেল বহন করার জন্য একটি রেকার বিল করা হয়।
বিষয়: #খুলনা #তত্ত্বাবধান #নৌবাহিনী