রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » ম্যানহাটন রকফেলার সেন্টারে আসলো ৭৪ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি।
ম্যানহাটন রকফেলার সেন্টারে আসলো ৭৪ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি।
শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক
নিউইয়র্কের ঐতিহ্যবাহী রকফেলার সেন্টারে ক্রিসমাস ট্রি হিসেবে ৭৪ ফুট উচ্চতার নরওয়ে স্প্রুসটি এসেছে ম্যাসাচুটস স্টেট থেকে।
গত ৯ই নভেম্বর শনিবার দীর্ঘ ১৪০ মাইল ভ্রমন করে একটি ফ্ল্যাটবেড ট্রাকে করে ৭৪ ফুট উচ্চতার নরওয়ে স্প্রুসটিটি নিয়ে আসা হয়েছে।আর গাছটি দান করেছেন ম্যাসাচুটস স্টেটের ওয়েস্ট স্টকব্রিজের আ্যালবার্ট পরিবার।বিশাল গাছটিকে দর্শনার্থীদের দেখার জন্য আলোক সজ্জিত করতে ব্যবহার করা হবে ৫০হাজার এলইডি বাল্ব যার ব্যাস ৪৩ ফুট ৩মিলিয়ন স্ফটিক বাতিসহ ৫মাইল আলোর স্ট্যান্ড। বিগ আ্যাপলের ছুটিতে নিউইয়র্কের ক্রিসমাসের উৎসবের প্রধান আকর্ষন থাকে রকফেলার সেন্টারের আলোকসজ্জা।যা দেখতে প্রতিদিন ভীড় করেন শতশত দর্শনার্থী।
বিষয়: #ক্রিসমাস #ট্রি #ম্যানহাটন #রকফেলা #সেন্টার