মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৩,মোটরসাইকেল উদ্ধার।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৩,মোটরসাইকেল উদ্ধার।।
ওয়াহিদুর রহমান ::
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও মেহেদি হাসান নানু(৩৮)নামের এলাকায় গাড়ি চোর চক্রের এক সদস্য এবং এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুনায়েদ হোসেন(২৪)সহ মোট দুই আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের ১১(নভেম্বর)সোমবার বিজ্ঞ-আদালতের মাধ্যেমে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ মারফতে জানাগেছে,১০(নভেম্বর)
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার সজীব মিয়া,সাব-ইন্সপেক্টার শাহীন হোসেন,সাব-ইন্সপেক্টার শাহ আলম এএসআই আলী আকবরের নেতৃত্বে পুলিশ বাহিনী রাতভর অভিযান পরিচালনাকালে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী(বরাউক)গ্রামের আব্দুল বারিকের পুত্র মেহেদি হাসান নানু(৩৮)কে গ্রেফতার করে।এ-সময় তার কাছ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ-দিকে উপজেলার মিরপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমড়াতৈল গ্রামের কদরিছ আলীর পুত্র জুনায়েদ হোসেন(২৪)কে আটক করতে সক্ষম হয়েছে।
সোমবার রাতে এএসআই কামাল উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর পৌর-শহরে এক বিশেষ অভিযান করে ভবানীপুর গ্রামের মৃতঃ কালাই মিয়ার পুত্র মামলায় তালিকাভুক্ত পলাতক আসামি হেকিম উল্লাহ (৪০)কে গ্রেফতার করা হয়।
উদ্ধার ও গ্রেফতারের ব্যাপাটি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ জানান,আসমিদের যথা-যথ পুলিশ পাহারায় সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়ছে।##
বিষয়: #মোটরসাইকেল উদ্ধার।। #সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৩