শনিবার ● ১৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ভিডিও » সাংবাদিক সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির কার্যক্রম শুরু
সাংবাদিক সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির কার্যক্রম শুরু
বজ্রকণ্ঠ নিজস্ব প্রতিবেদক::
বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এম আব্দুল্লাহ বলেন, বিগত সরকারের ১৬ বছরে সাড়ে ১২ হাজার সাংবাদিক অনুদান পেয়েছেন। কিন্তু তার মধ্যে সরকার বিরোধী পত্রিকার সাংবাদিক পেয়েছেন মাত্র ১ জন। বর্তমান সরকার বৈষম্যহীনভাবে সাংবাদিকদের মধ্যে ট্রাস্টের টাকা বিতরণ করবে। কোন অনিয়ম হবে না। আব্দুল্লাহ বলেন, বিগত সময়ে শুধুমাত্র অনুদানের চেক ছাড়া প্রতিষ্ঠানটি কিছুই করেনি। এরই মধ্যে তথ্য উপদেস্টার পরামর্শে সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি এবং প্রবীন সাংবাদিকদের পেনশন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিউজে এই আলোচনা সভার আয়োজন করে। ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এবং আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকসহ স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও পঞ্চগড়ের ২৪ জন সাংবাদিক ও তাদের পরিবারের কাছে চেক বিতরণ করা হয়।
সটঃ মুহাম্মদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
লিংকঃ
অন্তবর্তি কালীন সরকারের তথ্য উপদেস্টার পরামর্শে সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির দানের কার্যক্রম শুরু হয়েছ এবং প্রবীন সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বিএফইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ
বিষয়: #কার্যক্রম #বৃত্তি #শিক্ষা #শুরু #সন্তান #সাংবাদিক