রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের চাঞ্চল্যকর পান্না হত্যা মামলার প্রধান আসামী মান্নাকে ঢাকা থেকে র্যাব-৯ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে গ্রেফতার
হবিগঞ্জের চাঞ্চল্যকর পান্না হত্যা মামলার প্রধান আসামী মান্নাকে ঢাকা থেকে র্যাব-৯ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে গ্রেফতার
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
গত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টার সময় হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন লস্করপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মোছাঃ পান্না আক্তার (৩৬) ও আসামী মোঃ মান্না মিয়া তর্ক বির্তকে জড়িয়ে পরেন। এক পর্যায়ে
মোছাঃ পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার আসামী মোঃ মান্না মিয়াকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে। মারপিটের এক পর্য়ায়ে মান্না পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিলে
পান্না আক্তার মান্নাকে ধরার জন্য পিছু নিলে এসময় মান্না’র কাছে থাকা ছুরি দিয়ে পান্না আক্তারকে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে পড়লে মান্না পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে হবিগঞ্জ জেলার সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা আবস্থায় কর্তব্যরত চিকিৎসক পান্না আক্তারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের বোন বাদী হয়ে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলার খবর পেয়ে হত্যাকারী পালিয়ে যায়। কিন্তু আসামীকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকার যৌথ অভিযানে গতকাল (১৬ নভেম্বর) আনুমানিক ৭টা ২০ মিনিটের সময় ঢাকা জেলার সাভার মডেল থানার ঝাউচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (হবিগঞ্জ জেলার সদর থানায় গত ২৬ অক্টোবর একটি মামলা নং-২৫/২৪০, ধারা:৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার পুত্র মোঃ মান্না মিয়া (২৫)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #চাঞ্চল্যকর #পান্না #হবিগঞ্জ