সোমবার ● ২৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ফখরুল বাহিনীর ১৪ সদস্য আটক
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ফখরুল বাহিনীর ১৪ সদস্য আটক
মনির হোসেন
কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি স্টেশন হাতিয়া এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়ায় অভিযান পরিচালনা করে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত দস্যু ফখরুল বাহিনীর ১৪ সদস্যকে আটক করেছে।
২৫ নভেম্বর সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, বেশকিছুদিন ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ও দুর্ধর্ষ ফখরুল ডাকাত বাহিনীর সদস্যরা স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
ফলশ্রুতিতে গত ২৩ নভেম্বর শনিবার গোপন সূত্রের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এর একটি আভিযানিক দল নোয়াখালী জেলার বার আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে কুখ্যাত ও দুর্ধর্ষ ফখরুল ডাকাত বাহিনীর ১৪ জন সদস্যকে ৩টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি দেশীয় অস্ত্র, ৩টি হরিনের শিং, ১৮টি মোবাইল, ১টি ঘড়ি এবং নগদ ৪৮ হাজার টাকাসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত আলামত এবং আটককৃত ডাকাত সদস্যদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #কোস্টগার্ড #হাতিয়া