শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » শীত আসে
শীত আসে
বিপুল চন্দ্র রায়
পৌষ মাসে শীত আসে,
যাবে মাঘ মাসের শেষে।
সূর্য্যি মামা উঁকি মারে
পাতার ফাঁকেফাঁকে।
শীতকালে শীত আসে,
মন হয় খুব উদাস।
কথায় আছে_
এক মাঘে শীত যায়না,
এর বিপরীতে_
কারো পৌষ মাস কারো সর্বনাশ।
বিষয়: #আসে #শীত