শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » সোনামনির আড়ি
সোনামনির আড়ি
বিধান চন্দ্র দেবনাথ
যাবে না আজ নিজের বাড়ি
খাবে না আজ ভাত।
আজকে যে তার মনে ব্যথা
বলবে না সে কোনো কথা
ঘুমাবে না রাত।
রাগ করে আজ কোনো লাভ নাই
চলো আমরা ললি পপ খাই,
তুমি কেনো চুপ?
তোমার মা যে তোমার জন্য
হয়ে আছে আজ যে হন্য
মলিন হচ্ছে রূপ।
বাবা বললেন, শোন মেয়ে
রাগ করো না চলো খেয়ে-
পড়তে আমরা বসি।
অভিমান সব ভুলে গিয়ে
চলো আমরা যাই হারিয়ে
বাঁজাই খুশির বাঁশি।
নাম : বিধান চন্দ্র দেবনাথ
পো : সাচনা বাজার (৩০২০)
উপজেলা : জামালগঞ্জ
জেলা : সুনামগঞ্জ
বিষয়: #চন্দ্র #দেবনাথ #বিধান