মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » ছাতকে গোবিন্দগঞ্জে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্টিত
ছাতকে গোবিন্দগঞ্জে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্টিত
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::
ছাতকে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কলেজ ছাত্ররা। স্থানীয় সুহিতপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব করম আলীর বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে চত্ত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয় শিক্ষার্থীরা।
গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের ছাত্র মাহমুদুল বারি চৌধুরী মুসাদ্দিকের সভাপতিত্বে ও ছাত্রনেতা মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র শাওন আহমদ, জয়নাল আহমদ, আল ইমরান আবির, এনাম মিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেসিষ্ট সরকারের পতনের পর নতুন করে তাদের দোসররা ছাতকে মাথা তুলছে। বিশেষ করে আইয়ুব করম আলী গেল ৫ই আগষ্টের পরবর্তীতে যুক্তরাজ্য থেকে দেশে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও সুশিল সমাজের নেতা সাজার চেষ্টা করছে। অথচ তিনি পতিত শেখ হাসিনা সরকারের আমলে নৌকা প্রতিকে নির্বাচন করার চেষ্টায় ব্যর্থ হয়ে উদিয়মান সুর্য নিয়ে নির্বাচন করে ৪৬২ ভোট পেয়েছিলেন। তিনি এখন প্রশাসনসহ সবাইকে বিব্রত করে নিজের ফায়দা হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সুহিতপুর গ্রামের বাসিন্দা, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর আইয়ুব করম আলীকে ২৪ ঘন্টার মধ্যে ও অন্যান্য দোসরদের গ্রেফতারের দাবি জানায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
##! আনোয়ার হোসেন রনি
বিষয়: #কলেজ #গোবিন্দগঞ্জ #ছাতক