বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » বিশ্বখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান এর সম্মানে আলোচনা অনুস্ঠান ও চায়ের আড্ডা অনুস্ঠিত
বিশ্বখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান এর সম্মানে আলোচনা অনুস্ঠান ও চায়ের আড্ডা অনুস্ঠিত
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
বিশ্বখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষাবিদ শামা রহমান এর লন্ডন আগমন উপলক্ষে বার্কিং এবং ড্যাগেনহাম এর মেয়র মঈন কাদেরী এর আমন্ত্রণে সোমবার ৪ টায় মেয়রের পার্লরে এক আলোচনা অনুস্ঠান ও চায়ের আড্ডা অনুস্ঠিত হয় । উল্লেখ্য শিল্পী শামা রহমান, মহিলা মুক্তিযোদ্বা ও মুক্তিযুদ্ধের সংগঠক , প্রাক্তন ডেপুটি লিডার বাংলাদেশ জাতীয় সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক মরহুমা সৈয়দা সাজিদা চৌধুরীর একমাত্র তনয়া । শিল্পী শামা রহমান ইউনেস্কো, প্যারিসে একক সংগীত পরিবেশন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী কনসার্টে অংশগ্রহণ তার কর্মজীবনের উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটেনের কবি- সাহিত্যিক, সাংবাদিক , রবীন্দ্র সংগীত শিল্পী ও সুশীল সমাজের সরব উপস্হিতি আর শামা রহমান এর গানে গানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুস্ঠানের শুরুতে মেয়র আগন্তুক শিল্পীর সংক্ষিপ্ত পরিচয় সবার সামনে তুলে ধরেন । এই অনুস্ঠানে
শিল্পীর সম্মানে উক্ত কাউন্সিলের অনেক কাউন্সিলর ও যোগদান করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ।
মেয়র তার বক্তব্যে বলেন, শামা রহমান হলেন রবীন্দ্রসংগীতের আন্তর্জাতিক কূটনীতিক। তার মনোমুগ্ধকর রবীন্দ্র সঙ্গীতের ব্যাখ্যা সারা পৃথিবীতে শ্রোতাদের মোহিত করেছে, বিশেষত যুক্তরাজ্য, ফ্রান্স, সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রে। তিনি ক্লাসিক্যাল এবং রবীন্দ্রসংগীতে প্রশিক্ষিত। তার মধুর কণ্ঠস্বর শ্রোতাদের বিশ্ব কবির কবিতা ও দর্শনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করে।গানের মাঝে মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌছ সুলতান , দৈনিক ভোরের কাগজের নিয়মিত লেখক ও সাংবাদিক ড.আজিজুল আম্বিয়া , সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, মানব টিভির সাংবাদিক সাঈদ চৌধুরী, কিটন শিকদার, আশরাফুল হক রানা, মীর আব্দুর রহমান সহ অনেকে । শামা রহমান এরকম একটি সুন্দর অনুস্ঠানের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং মেয়রকে ধন্যবাদ জানান ।
বিষয়: #বিশ্বখ্যাত #রবীন্দ্র #শিল্পী #সংগীত