বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জের জগন্নাথপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মক-র্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মক-র্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়।
ওয়াহিদুররহমান ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে সমসাময়িক পরিস্থিতি, উপজেলার নানাবিধ সমস্যা,উন্নয়ন মুলক কর্মকার্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্ম-কর্তা(ইউএনও)মোঃবরকত উল্লাহ।
৪(ডিসেম্বর)বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্ম-কর্তা মোঃবরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক ওয়াহিদুর রহমান,সহ-সভাপতি মিরজাহান মিজান,সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম,সদস্য-
তৈয়বুর রহমান,শাহ ফুজায়েল আহমদ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক জহিরুল ইসলাম লাল,আব্দুল ওয়াহিদ,রিয়াজ রহমান,
গোলাম সারোয়ার,এসএম ফরিদ,আলী হোসেন খান,মুকিম উদ্দিন,হুমায়ুন ফরিদী,শাহ আলম চৌধুরী প্রমূখ।
এ সময় সাংবাদিক ইয়াকুব মিয়া,উপজেলা প্রেসক্লাব সদস্য আলী জহুর.বাপন দত্ত উপস্থিত ছিলেন।
সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সমস্যাসহ নানা দিক নিয়ে পর্যালোচনা করা হয়।জবাবে এ-সব সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবরকত উল্লাহ।
বিষয়: #জগন্নাথপুর #সুনামগঞ্জ