বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইন আদালত » দৌলতপুরে ট্যাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
দৌলতপুরে ট্যাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বাজার সংলগ্ন এলাকার মাদক কারবারি মৃত শহিদুলের পুত্র কনিজ (৩৫) ও মৃত ফয়েজের পুত্র টিক্কা (৪২) কে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নেশা জাতীয় দ্রব্য ট্যাবলেটাডল সহ আটক করতে সক্ষম হয় মঙ্গলবার দুপুরে। আটককৃতদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #আটক #ট্যাপেন্টাডল #দুই #দৌলতপুর #পুলিশ #ব্যবসায়ী #মাদক #সহ