বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোঁজ
উখিয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোঁজ
কক্সবাজার, বুধবার, ০৫ ডিসেম্বর ২০২৪
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার জামায়াত কর্মী ব্যাংক কর্মকর্তার নিখোঁজ হয়েছেন। আজ দুপুর ২টা কিংবা আড়াই টার দিকে সোনারপাড়া থেকে কোর্টবাজার এসআইবিএল শাখায় টাকা উত্তোলন করতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে স্বজনদের দাবি।
নিখোঁজের নাম শাহ মোহাম্মদ আতাউল্লাহ (২৫) (https://www.facebook.com/shamohammad.ataullah। তিনি ডাচ বাংলা ব্যাংকের সোনারপাড়া ব্রাঞ্চের কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ০১ নং জালিয়াপালং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সোনা আলীর ছেলে। জামায়াত কর্মী ব্যাংক কর্মকর্তা এক সন্তানের জনক বলে জানান তার মা। এ ঘটনায় আজ তার আত্মীয়স্বজন ও সোনারপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বশীলরা উখিয়ায় থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করতে যান।
জামায়াত কর্মী ব্যাংক কর্মকর্তার স্ত্রী জানান, আমার স্বামী নিয়মিত বাড়ি থেকে ব্যাংকে যাওয়া আসা করতেন। তিনি আজ সকালে যথারীতি ব্যাংকে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়ে যান। কিন্তু সে ব্যাংক কার্যক্রম শেষ হওয়ার পরেও বাড়ীতে না ফেরায় মোবাইলে কল করলে তার মোবাইল বন্ধ পান।
তিনি আরও জানান, আজ সন্ধ্যা থেকেই তিনি তার স্বামীর স্বজন, বন্ধুসহ সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে খুবই টেনশনে আছি।
জামায়াত কর্মী ব্যাংক কর্মকর্তার বন্ধু-বান্ধবরা জানান, শাহ মুহাম্মদ আতাউল্লাহ খুব ভদ্র, নম্র ও ভালো ছেলে ছিলেন। এলাকায় কারো সঙ্গে কোনো মনোমালিন্য ছিল না। সবসময় হাসি-খুশিতে দিন কাটাতেন।
এই ব্যাপারে জালিয়াপালং ইউনিয়নের সামাজিক সংগঠন The Bond of Brotherhood এর সদস্যরা জানান, আতাউল্লাহ আমাদের একজন একনিষ্ঠ কর্মী ও আত্মার ভাই। আমরা তার নিখোঁজের খবর শুনে সবাই আত্মহারা। আমরা চাই আতাউল্লাহ সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসুক এবং পরিবারের অন্ধকার আলোকিত করুক।
বিষয়: #উখিয়া #কক্সবাজার #ডাচ বাংলা ব্যাংক #নিখোঁজ #ব্যাংক কর্মকর্তা