মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে উপজেলার এলজিইডি উপ-সহকারি প্রকৌশলী এম এ জাসিরকে দূনীতির অভিযোগে বদলী
ছাতকে উপজেলার এলজিইডি উপ-সহকারি প্রকৌশলী এম এ জাসিরকে দূনীতির অভিযোগে বদলী
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতকে উপজেলার এলজিইডি উপ-সহকারি প্রকৌশলী এম এ জাসিরকে দূনীতির অনিয়মের ঘটনায় ছাতক থেকে শাল্লায় বদলী করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর আগার গাও শেরে বাংলা নগর অফিসের তত্বাবধায়ক প্রকৌশলী চদা প্রশাসন পক্ষে প্রধান প্রকৌশলী মোঃ মাহবুর রহমানের স্বাক্ষরিত আদেশে উপ-সহকারি প্রকৌশলী এম এ জাসিরকে ছাতক উপজেলা থেকে শাল্লায় বদলী করা হয়েছে। জানা যায়,২০২২ সালের ৬ মার্চ উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের প্যাকেজ (এসডিআইআরআইআইপি) এর আওতায় আরএইচডি বিলপাড় স্কিম,প্রকল্প কাজের প্রাক্কলিত মুল্য ৩দফায় ২ কোটি ৭৮লাখ ৭৪হাজার ৬শ’৪৭টাকা বরাদ্ধ করা হয়। এ প্রকল্পের বিধিমতো ঠিকাদার কাজ না করে উপজেলার প্রকৌশলীর সঙ্গে গোপন চুক্তি করে নয়-ছয় করার অভিযোগের ঘটনায় এলাকাবাসীর পক্ষে গত ২২ সেপ্টেম্বর সিলেট বিভাগের এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বরাবরে গোবিন্দনগর গ্রামের উপজেলার সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান দিলোয়ার হোসেন নাাজমুল ও শামীম হোসেনসহ একাধিক ব্যক্তিরা বাদী হয়ে অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলের এলজিইডি নিবাহী প্রকৌলশী মোঃ শাহ আলম নেতৃত্বে গত ৬ নভেম্বর সরেজমিন তদন্ত ৎকরেন। এ প্রকল্পের নেই সাইনবোর্ড।২০টি আইটেম দিয়ে কাজ করা হয়নি ঠিকাদার। গোবিন্দগঞ্জ-বিলপাড় সড়ক থেকে তিন পাটে ২ কিলোমিটার প্রকল্পের সাইন বোর্ড ও আরসিসি চালাইয়ের মাপের ব্যাপক গড় মিল ধরা পড়ে। সড়ক নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাহবুর রহমান এন্টারপ্রাইজের অনুকুলে কাজ নেয়া হয়। এসব অনিয়ম দুনীতির তদন্তে প্রমান পেয়েছে। নির্মাণ কাজে নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করা হয়। এই রাস্তার কাজ তদারকীতে ছাতক উপজেলার এলজিডির কর্মকর্তাদের গাফলতি আছে বলেও অভিযোগ করেছে স্থানীয়রা। এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের মাটি মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট সিমেন্ট নির্মাণ সামগ্রী ব্যবহার করছে রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, ছাতক উপজেলায় উন্নয়নমূলক কাজের জন্য সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। এ রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তাটিতে সিমেন্টের মাত্রা কম থাকায় পাথর বের হয়ে আসছে । এব্যাপারে সিলেটের এলজিডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম উপ সহকারি প্রকৌশলীকে ছাতক থেকে শাল্লায় বদলী করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিষয়: #উপজেলা #ছাতক