শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক
কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক
মনির হোসেন
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বরগুনার পাথরঘাটা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর আনুমানিক বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা এর একটি আভিযানিক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন ৮ নং ওয়ার্ডের বাদুরতলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ইয়াবা ব্যবসায়ী মোঃ সুমন কে ১০০ পিস ইয়াবা, নগদ ১৭,৭৮২ টাকা এবং ১টি মোবাইলসহ আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #অভিযান #ইয়াবাসহ #কারবারি. আটক #কোস্টগার্ড #মাদক