শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » সিঙ্গেলদের সব দুঃখ ঘুচিয়ে দিতে বাজারে সুন্দরী রোবট বউ নিয়ে এলো চীন
সিঙ্গেলদের সব দুঃখ ঘুচিয়ে দিতে বাজারে সুন্দরী রোবট বউ নিয়ে এলো চীন
বজ্রকণ্ঠ সংবাদ ::: চীন ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে নিয়ে এসেছে নতুন মডেলের ‘এআই ওয়াইফ’ অর্থাৎ ‘রোবট বউ’- যা কিনা ব্যাচেলরদের সমস্ত আশা আকাঙ্খা পূরণ করবে। পাশাপাশি ব্যাচেলরদের ঘরের সব কাজও করে দেবে। চীনের যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে বিয়ে না করে ব্যাচেলর হওয়ার যন্ত্রনায় ভুগছেন, তাদের জন্যই এলো এ নতুন প্রযুক্তি। এটি আসলে একটি সেক্স রোবট হলেও, কথা মতো ঘরের কাজ করে দেবে। ব্যাচেলর ব্যক্তির খেয়াল রাখতেও এটি সমানভাবে পারদর্শী। ব্যাচেলরদের সঙ্গীর চাহিদা মেটাবে এ নতুন প্রযুক্তি। এমনটাই দাবি বিজ্ঞানীদের।
এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Bong trand I সংবাদমাধ্যটি আরো জানায়- আধুনিক এ বউ রোবট হাসতে পারবে, কথা বলতে পারবে, স্পর্শ করতে পারবে, শেয়ার করতে পারবে অনুভূতিও। তাই, বিশ্ববাজারে সারা ফেলেছে এ রোবট । (সূত্র : bdliveupdate.com)
বিষয়: #সরকার/জবলু/মৌলভী/বাজার