শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে ২কৃষকের ৫গরু চুরি
রাণীনগরে ২কৃষকের ৫গরু চুরি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে দুই কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গরুর মালিক কৃষক মছির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম বাঘা জানান,বৃহস্পতিবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান ২টা নাগাদ ঘুম থেকে জেগে ঘরের বাহিরে বের হবার সময় দেখতে পান শয়ন ঘরের দরজার বাহিরে থেকে শিকল আটকানো রয়েছে। এর পর প্রতিবেশিদের সহায়তায় ঘরের দরজা খুলে বাহিরে আসেন। পরে গোয়াল ঘরের গিয়ে দেখতে পান তালা কেটে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিনি আরো জানান,ওই রাতেই প্রতিবেশি দশরত আলীর ছেলে কৃষক ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা কেটে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। রাত অনুমান দু’টার দিকে ভূক্তভূগীরা জানতে পেরে বিভিন্ন মসজিদে গরু চুরির বিষয়টি মাইকে প্রচার করলে স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার ও চুরির সাথে জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয়: #কৃষক #গরু #চুরি #রাণীনগর