শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » শ্রীমঙ্গলের গ্রাম পরিচিতিঃ লইয়ারকুল গ্রাম।
শ্রীমঙ্গলের গ্রাম পরিচিতিঃ লইয়ারকুল গ্রাম।
শেখ শফিকুর রহমান
শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত লইয়ারকুল গ্রাম।
ইতিহাস ঘেটে জানা যায় পুরানগাঁওএর লন্ডনীবাড়ীর পাশে জরাজীর্ন মন্দিরটি বলে দিচ্ছে এক সময় হয়তো অত্র এলাকায় হিন্দু বনেদী পরিবারের বসবাস ছিল পরবর্তীতে মুসলমানদের বসবাস শুরু হয়েছে। গ্রামের এক পাশ দিয়ে বহে চলেছে সুখ দুখের বহু স্বাক্ষী লইয়ার ছড়া।আর এই ছড়ার পাশে বিধায় নাম হয়েছে লইয়ারকুল।বর্ষাকালে অতি বৃষ্টির কারনে বন্যা দেখা যায় প্রায়শই।
সীমানা পশ্চিমে আমরাইল ছড়া সড়ক দক্ষিনে লইয়ার ছড়া উত্তরে ঢাকা সিলেট মহাসড়ক পূর্বে বিলাস নদী।যেহেতু লইয়ার ছড়া পাহাড় থেকে সারা বছর পানি প্রবাহিত হত সে কারনে গ্রামের মানুষ চাষাবাদ করতেন মূলত এক সময় কৃষির উপর নির্ভরশীল ছিলেন।বর্তমানে অধিকাংশ মানুষ প্রবাসের আয় রোজগারে জীবন যাপন করেন।প্রত্যেক ঘরের কেউ না কেউ আরব দেশ তথা কাতার থাকেন এছাড়া ও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদিআরব,কুয়েত,আরব আমিরাত বসবাস করছেন।এখন গ্রামের মানুষ অর্থনৈতিক ভাবে বেশ সচ্ছল জীবন যাপন করছেন।বলা যায় প্রবাসী নির্ভর গ্রাম।মতিগঞ্জ বাজারের বিশাল একটা অংশের অবস্থান ভূনবীর ইউনিয়ন তথা লইয়ারকুল গ্রামে।আজকের শ্রীমঙ্গল থানার পুর্ব অবস্থান ছিল মতিগঞ্জে নাম ছিল মতিগঞ্জ থানা।তৎকালিন বাহুবলের জমিদারের পুত্র মতিউর রহমানের নামে প্রতিষ্ঠা করেন বিলাস নদীর তীরে মতিগঞ্জ বাজার।তৎকালে চলাচলের প্রধান যাতায়াত ব্যবস্থা ছিল নৌপথে।আর মতিগঞ্জ বাজার বিলাস নদীর তীরে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত ভাল।বিট্রিশ সরকার প্রশাসনের সুবিধায় প্রতিষ্ঠা করেন মতিগঞ্জ থানা।একটা বিশাল ভূমিকম্পে মতিগঞ্জ বাজারের ব্যপক ক্ষয়ক্ষতি হয়।রুপনেয় ধ্বংস স্তুপে।মতিগঞ্জ বাজার চলে আসে প্রথমে সাতগাঁও নতুন বাজারে পরে সাতগাঁও রেলস্টেশনের কাছে।আর থানা স্থানান্তর হয় শ্রীমঙ্গল শহরে।আজ অবশ্য মতিগঞ্জ ছোট্ট বাজার ছাড়া কিছুই অবশিষ্ট নেই।
গ্রামটি তিনটি ভাগে বিভক্ত পশ্চিম লইয়ারকুল,পূর্বলইয়ারকুল,মধ্যলইয়ারকুল।গ্রামটিতে রয়েছে বেশ কয়টা পাড়া।কুমিল্লা পাড়া,নাথ পাড়া,পুরানগাঁও,গোপালপুর,লামাগাও, লাম্বা হাঁটি,ডিগা পাড়া,কোদালীপাড়।
শিক্ষা প্রতিষ্ঠান উপাধ্যক্ষ আব্দুস শহীদ মহাবিদ্যালয়, পশ্চিম লইয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়,মধ্য লইয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়,ডিগাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।লইয়ারকুল কমিউনিটি ক্লিনিক।রৌশনী অটো রাইছ মিলস।মাহমুদ সমিলস,শামীম সমিলস,বাশার সমিলস।গ্রামীন ব্যাংক শাখা।
ধর্মীয় প্রতিষ্ঠান কুমিল্লা পাড়া জামে মসজিদ,উজান লইয়ারকুল জামে মসজিদ,সাফিয়া জামে মসজিদ,অত্র এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী পুরানগাঁও জামে মসজিদ,গোপালপুর জামে মসজিদ,শাহজীবাড়ী জামে মসজিদ,লামাগাও জামে মসজিদ,মতিগঞ্জ জামে মসজিদ,ডিগাপাড়া জামে মসজিদ।
ঈদগাঁও কুমিল্লা পাড়া ঈদগাঁও,শাহী ঈদগাঁও,লইয়ারকুল ঈদগাঁও।সম্প্রতি গ্রামের মধ্যভাগ পুরানগাও এ গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রৌশনী অটো রাইছ মিলস যার প্রতিষ্ঠাতা শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্রান্ড সুলতানের মালিক খাজা সুলতান।গ্রামের ঐতিহ্য লামাগাওএর তৎকালিন ধর্নাঢ্য ব্যক্তি মনু মিয়া তার পিতা আছিদ উল্লার নামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ভোজপুর গ্রামে।আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের গর্বিত ছাত্র ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি দেবদাস ভট্টাচার্য শিশির,সাবেক অতিরিক্ত ভূমি সচিব মৃনাল কান্তি দেব,ঢাকা মিরপুরের স্বনামধন্য চিকিৎসক ডাঃ হোসেন আহমদ। লামাগাওএর মরহুম আব্দুস সামাদ হাজী সাতগাঁও বাজারে নিজভূমিতে প্রতিষ্ঠা করেন সাতগাঁও সামাদিয়া আলীয়া মাদ্রাসা।যার অবদানে আজকে অজস্র উচ্চ শিক্ষিত মানুষ দেশ সেবায় আত্ননিয়োগ করেছেন।লামাগাওএর সিজিল মুন্সী প্রতিষ্ঠা করেন লইয়ারকুল তথা অত্র এলাকার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব লইয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়।সাহজীবাড়ীর ধর্নাট্য ব্যক্তি মরহুম গনি মিয়া হাজী সাতগাঁও বাজারের অন্যতম প্রতিষ্ঠাতা তার ভূমির উপর বাজারের বিশাল একটা অংশ অবস্থিত।তার দানকৃত ভূমিতে প্রতিষ্ঠা হয়েছে সুন্দর নির্মান শৈলীর চমৎকার সাতগাঁও জামে মসজিদ ও সাতগাঁও বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম লইয়ারকুলের মরহুম হাজী তোতা মিয়া প্রতিষ্ঠা করেন পশ্চিম লইয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়।ডিগাপাড়ার মরহুম হাজী মধু মিয়া কারিতাস এনজিওর সহয়তায় প্রতিষ্ঠা করেন ডিগাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ভুনবীর চৌমুহনায় শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আরফান মিয়া প্রতিষ্ঠিত মনু মিয়া এতিম খানা ও মাদ্রাসা।পুরানগাঁওএর লন্ডনী বাড়ী নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ্ব হাবিব উল্লার ছেলে মরহুম মোঃ লেবু মিয়ার দানকৃত ভূমিতে সাতগাঁও চৌমূহনীতে প্রতিষ্ঠা হয়েছে লইয়ারকুল কমিউনিটি ক্লিনিক।
গোপালপুরের সমাজকল্যাণ অফিস।পুরানগাওএর যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ্ব হাবিব উল্লার ছেলে ম্যানচেস্টার বার্নেজ স্কুল এন্ড কলেজের ছাত্র আহমদ ইকবাল ১৯৮৬ সালে শ্বেতাঙ্গ ছাত্রের হাতে নৃশংস ভাবে খুন হন।তখন বাংলাদেশী কমিউনিটির মধ্যে হত্যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে।তার স্মৃতি রক্ষাতে ম্যানচেস্টার বার্নেজ স্কুল এন্ড কলেজে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয় এবং পরিবারের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার বনগাঁও এ আহমদ ইকবাল মেমোরিয়াল হাই স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।
ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার আছিদ উল্লা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ২নং ভূনবীর ইউনিয়নের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও একজন বিখ্যাত পল্লীচিকিৎসক সাতগাঁও বাজারের চেয়ারম্যান মার্কেটের প্রতিষ্ঠাতা। সাবেক চেয়ারম্যান আকবর আলী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ২নং ভূনবীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। পুরানগাঁও এর বিশিষ্ট চিকিৎসক ডাঃ হোসেন আহমদ ঢাকার মোহাম্মদপুরে বসবাস করছেন।
পুরানগাও এর কৃতি সন্তান শেখ শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করছেন এবং সেখানে সাংবাদিতার সাথে জড়িত আছেন।
পশ্চিম লইয়ারকুল নিবাসী মোঃ ইয়াকুব আলী আছিদ উল্লা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন।
পুরানগাও বড়বাড়ী নিবাসী মরহুম জহুর আলীর সন্তান মরহুম বাহার আলী বিএ শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ৭০ সনে শ্রীমঙ্গল থানা আওয়ামীলীগের কনভেনর ছিলেন এবং মুক্তিযুদ্ধের সংগঠন হিসেবে সক্রিয় ভাবে কাজ করেন।২নং ভূনবীর ইউনিয়নের রিলিফ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
গ্রামের ঐতিহ্যঃ ব্রম্মচারী পুরানগাও কবরস্থান নামের তাযপর্যে দেখা যায় প্রাচীন কালে বিশাল দীঘির পাড়ে ব্রম্মচারীগন বসবাস করতেন।এখন সেটা কবরস্থান হিসেবে ব্যবহত হচ্ছে।
পুরানগাও পাল বাড়ীর স্মশান মন্দির।এক সময় এই বাড়িতে পাল জমিদারের বসবাস ছিল।
লইয়ার ছড়ার ইতিহাসে জানাযায় এটা নলপতি নদী ছিল।কালের আবর্তে তা এখন ছোট ছড়া হিসেবে এলাকার মানুষের চাষাবাদের জন্য পানির জোগান দিয়ে যাচ্ছে দীর্ঘকাল থেকে।
লেখকঃ শেখ শফিকুর রহমান, সাংবাদিক ও কলামিষ্ট, নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র, ২০২৪ইং
বিষয়: #গ্রাম #পরিচিতি #লইয়ারকুল #শ্রীমঙ্গল