শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেফতার
মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেফতার
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ সুমন (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে মনতলা তদন্ত ফাঁড়ির এস.আই রতন উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান-বিগত ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাধবপুর উপজেলা সদরসহ ভিন্ন স্থানে ছাত্র-জনতার উপর হামলা, মারধোর, সরকারী সম্পত্তি ভাংচুর ও অগ্নি সংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানায় দায়েরকৃত এজাহার নামীয় আসামী। এবং ৫ আগষ্ট’র পর থেকে অন্তবর্তীকালিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন যড়ষন্ত্র করে যাচ্ছে।
বিষয়: #গ্রেফতার #ছাত্রলীগ #জেলা #মাধবপুর #সভাপতি #সহ #সুমন