শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে অসুস্থ পর্যটকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিকেল টিম
সুন্দরবনে অসুস্থ পর্যটকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিকেল টিম
মনির হোসেন, মোংলা
সুন্দরবনের কটকায় অবস্থানরত একটি পর্যটকবাহী জাহাজের অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ২১ ডিসেম্বর শনিবার ভোরে সুন্দরবন ভ্রমনে আসা জাহাজের একজন পর্যটকের অসুস্থতার খবর পেয়ে ছুটে যায় কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিকেল টিম।
২১ ডিসেম্বর শনিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
তিনি বলেন, সূচনালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২১ ডিসেম্বর শনিবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে সুন্দরবনের কটকায় অবস্থানকালে ‘এমভি জিলান’ নামক জাহাজে অবস্থানরত যাত্রী মোঃ আবু হানিফ রানা (৫৫) এর স্ট্রোক জনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ কোস্টগার্ডের নিকট চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী হতে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
বিষয়: #অসুস্থ #এলো #কোস্টগার্ড #চিকিৎসা #টিম #পর্যটক #মেডিকেল #সুন্দরবন