শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন : আবারও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন আল হেলাল
সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন : আবারও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন আল হেলাল
সুনামগঞ্জ প্রতিনিধি :
শতকরা শতভাগ ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ১০টা হতে বিকেল ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন চলে। বিকেল ৪টায় সুনামগঞ্জ প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ইং এর রিটার্নিং অফিসার জেলা তথ্য কর্মকর্তা শুভ রায় সুমন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বাবু বিজন সেন রায় মনোনয়নপত্র প্রত্যাহার করায় দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। অনুরুপভাবে দপ্তর সম্পাদক পদে অনলাইন এডিটর মোঃ সুহেল আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। সর্বাধিক ২৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক খবরপত্র প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আল হেলাল ২য় বারের মত এবারও নির্বাচিত হয়েছেন। এছাড়া ২৩ ভোট পেয়ে সহ সভাপতি পদে সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্ট পত্রিকার নির্বাহী সম্পাদক রওনক আহমদ বখত,২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মাসুম হেলাল,২০ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বাবুল মিয়া,২৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদনূর আহমদ,২৪ ভোট পেয়ে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে সংবাদ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি রাজু আহমেদ রমজান,২৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয় টিভির আলাউর রহমান,৪০ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর,৩২ ভোট পেয়ে দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক ও দৈনিক কাজিরবাজার প্রতিনিধি একে কুদরত পাশা,২৯ ভোট পেয়ে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী,২৮ ভোট পেয়ে সাংবাদিক স্বপন কুমার সরকার ও দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ারুল হক নির্বাচত হয়েছেন। মোট ১৩টি পদে ব্যালটভোটে প্রার্থী নির্বাচিত করেছেন সাধারণ ভোটাররা। এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে প্রেসক্লাবের সিনিয়র সদস্য এডভোকেট জিয়াউর রহীম শাহিন ও প্রভাষক দুলাল আহমদ দায়িত্ব পালন করেন। নির্বাচনের কমিশনারবৃন্দ বলেন,সুনামগঞ্জ প্রেসক্লাবের এই নির্বাচনের মাধ্যমে আমরা সদাশয় সরকার ও দেশবাসীকে ম্যাসেজ দিতে চাই যে,সদিচ্ছা থাকলে শতভাগ ভোটারদের অংশগ্রহনে অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা যায়। দুজন সম্মানিত সাবেক সংসদ সদস্য এই প্রেসক্লাবের ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করে পেশাদারিত্ব সম্পর্কে সকল সাংবাদিকদের সম্মানকে আরো শানিত করেছেন। তারা সুনামগঞ্জের সাংবাদিকতায় ঐক্য ফিরিয়ে আনার জন্য সকল কর্মরত সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানান। এক বিবৃতিতে বিশিষ্ট শিল্পপতি দৈনিক সুনামকন্ঠ সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ জিয়াউল হক,দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বাবু বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আহমদুজ্জামান চৌধুরী হাসান ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যসচিব দৈনিক ইনকিলার পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি হাসান চৌধুরী সুনামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন ও প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিষয়: #আল #দ্বিবার্ষিক #নির্বাচন #প্রেসক্লাব #সম্পন্ন #সুনামগঞ্জ #হেলাল