রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » মৌলভীবাজারে এমসিসিআই’র ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারে এমসিসিআই’র ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে এমসিসিআই (দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী)’র ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ২১ ডিসেম্বর শনিবার। মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও এমসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম রিপন এবং এমসিসিআই’র পরিচালক মনোয়ার আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন এমসিসিআই’র সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ফয়সল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, সিনিয়র সাংবাদিক ও এমসিসিআই’র সাবেক পরিচালক ডাঃ সাদিক আহমদ, স্থানীয় দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও এমসিসিআই’র সাবেক পরিচালক বকসী ইকবাল আহমদ, সাবেক বিএনপি নেতা এম এ মুকিত, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মনসুর আলমগীর, সাবেক ব্যাংকার এড. মোশ্তাক আহমদ মম, সাবেক ব্যাংকার ড. মোহাম্মদ আবু তাহের, এমসিসিআই’র পরিচালক হাসান আহমেদ জাবেদ, আবুল কালাম বেলাল, নুরুল ইসলাম এলিট, জাহেদ চৌধুরী প্রমুখ।
সাধারণ সভায় সাংবাদিক বকসী মিছবাউর রহমন, সাংবাদিক শ. ই. সরকার জবলু, মাহবুবুর রহমান রাহেল, জুবায়ের আহমদ, সৈয়দ মোমিন আহমদ রিমন, তোফায়েল আহমদ, নাঈম সরফরাজ, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, সৈয়দ মাহমুদ অলী, শের আলী হেলাল চৌধুরীসহ মৌলভীবাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিষয়: #অনুষ্ঠিত/সাধারণ সভা/এমসিসিআই/মৌলভীবাজার/