বুধবার ● ২৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » প্রসঙ্গ নিউইয়র্ক শহরের গাড়ী পার্কিং বিড়ম্ভনা।
প্রসঙ্গ নিউইয়র্ক শহরের গাড়ী পার্কিং বিড়ম্ভনা।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক ::
আমরা যারা নিউইয়র্ক শহরে বসবাস করি এবং যাদের ব্যক্তিগত ব্যবহারের গাড়ী রয়েছে তাদের ধ্যানে জ্ঞানে যে বিষয়টি সবসময় ঘুরপাক খায় তাহলো গাড়ী পার্কিং। অর্থাৎ যদি নিজের বাসার সামনে বা নিজস্ব কোন পার্ক থাকে তবেতো কোন কথা নেই। যদিনা নিজের একটা পার্কিং থাকে তাহলে অবস্থা কি দাঁড়ায় তা কেবল ভোক্ত ভোগিরাই জানেন।বিশেষ করে শহরের এপার্টমেন্ট বির্ল্ডিংএর যারা নিজস্ব গাড়ীওয়ালা বাসিন্দা তাদের কথা বলছি।শহরের বহুতলা সুউচ্চ ভবনের নির্মান কাল অনেক পুরনো যখন ছিলনা গাড়ী চলাচলের কোন সচরাচর প্রচলন সেই আমলের তৈরী যার জন্য পার্কিং সমস্যা পোহাচ্ছেন এই সময়ের গাড়ী ওয়ালা বাসিন্দারা।আমি যখন প্রথম গাড়ী ত্রুয় করতে মনস্থ করলাম তখন কাছের একজন আমাকে বললেন গাড়ী যে কিনবেন তা রাখবেন কোথায় কথাটা খুব গুরুত্ব দেইনি কারন আমি দীর্ঘদিন জেদ্দায় ছিলাম গাড়ী ছিল।গাড়ী নিয়ে তেমন কোন বেগ পেতে হয়নি সারাক্ষন গাড়ী চালিয়েছি আবার বাসার পাশে কোথাও পার্ক করে রাখতাম অনায়সেই তেমন কোন সমস্যা ছিলনা সেই অভিজ্ঞতা থেকে নিউইয়র্ক শহরে এসে মাথায় ঘুরপাক খাচ্ছিল নতুন হউক পুরনো হউক একটা গাড়ী হলে চলাফেরা করতে পাবলিক পরিবহনে কষ্ট করে আর যাতায়াত করতে হবেনা।যখন খুশি কাজে অকাজে বেড়িয়ে পড়তে পারব যেহেতু আমার ঘুরাফেরা করা ভীষন রকমের শখ।কিন্তু নিউইয়র্কে গাড়ী কেনার পর পুরোটাই গুড়েবালি কাজের কাজ কিছুই হয়নি উলটু এখন গাড়ী পার্কিং সমস্যায় জর্জরিত হচ্ছি প্রতি নিয়ত।কোথায় যাব গাড়ী নিয়ে প্রথমেই মনে ভাবনা আসে গাড়ী নিয়ে যাব পার্কিং পাবতো? আবার ফিরে এসে গাড়ী পার্কিং পাবতো।যা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও গাড়ী নিয়ে যেতে পারছিনা।বরং খুব সহজেই চলে যেতে পারি বাসে অথবা সাবওয়েতে করে।যদিও কখনো জ্যাকসন হাইটস,ম্যানহাটন,কিম্বা পার্কচেস্টার যাই গাড়ী পার্কিং করতে কি পরিমান সময় ব্যয় করতে হয় তা কেবল ভুক্তভুগিরাই ভাল জানেন।হয়তো দেখা গেছে কোথাও যেতে সময় লাগে পনের বিশ মিনিট আর গাড়ী পার্কিং করতে সময় লেগে যায় ঘন্টার বেশী।তাই আত্মীয় স্বজন বা বন্ধুরা যেতে বললে আগেই বলতে হয় গাড়ী নিয়ে আসব পার্কিং পাওয়া যাবে কখনো বলে হ্যাঁ কখনো বা না।পার্কিং কনফার্ম করে গাড়ী নিয়ে বের হতে হয় বেশীর ভাগ সময়।নিউইয়র্ক শহরে যারা প্রাইভেট বাড়িতে থাকেন তাদের পার্কিংএর সমস্যা নেই তাদের বাসায় আত্মীয় স্বজনের আনাগোনা থাকে বেশী আর যারা এপ্যাটমেন্ট বিল্ডিংয়ে থাকেন তাদের বাসায় গাড়ী ওয়ালা স্বজনদের একটু কম আনাগোনা হয়ে থাকে পার্কিংএর অসুবিধার কারনে আসা যাওয়া করতে অনাগ্রহ থাকে।তাছাড়া গাড়ী আপনি রাস্তার পাশে যেখানেই রাখবেন সপ্তাহে দুইদিন সকাল বেলা সরাতে হবে নিয়ম মেনে যদি সঠিক সময়ে রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য গাড়ী না সরালে গুনতে হয় টিকেট বা জরিমানা।নিউইয়র্ক শহরের রাস্তার দুই পাশে পালাক্রমে দুইদিন করে ঝাড়ু দেওয়া হয় পার্কিং গাড়ী সরিয়ে।এই পার্কিং সমস্যা এড়াতে কেউ চলে যাচ্ছেন ব্যস্ত শহর থেকে একটু দুরের নেবারহুডে।যে ভাবে নিউইয়র্ক শহরের আনাচে কানাচে ড্রাইভিং স্কুল গড়ে উঠছে আর সেসব ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখে যদি অর্ধেক মানুষ গাড়ী কিনেন তবে গাড়ী রাখার জন্য গাড়ী পার্কিং সমস্যা যে কতটা প্রকট আঁকার ধারন করবে তা সহজেই অনুমেয়।দিনের যেমন তেমন রাতে রাস্তার দুপাশে এক ইঞ্চি জায়গা ফাঁকা দেখা যায়না।নতুন গাড়ী পার্কিং তৈরীর কোন লক্ষন আমরা দেখছিনা।আগামীতে এই গাড়ী পার্কিং সমস্যা যে আরো প্রকট হবে এটা নিশ্চিত।আপাতত কষ্ট করেই গাড়ী পার্কিং খুঁজে গাড়ী রাখতে হবে সবাইকে।
লেখক ::শেখ শফিকুর রহমান, সাংবাদিক ও কলামিষ্ট, নিউইয়র্ক
বিষয়: #গাড়ী #নিউইয়র্ক #পার্কিং #প্রসঙ্গ #বিড়ম্ভনা #শহর