রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » মাধবপুরে শীত বস্ত্র বিতরণ
মাধবপুরে শীত বস্ত্র বিতরণ
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কবির আহমেদ চৌধুরীর উদ্যোগে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর, বানেশ্বর গাগড়াবাড়ি গ্রামে দল-মত নির্বিশেষে পাঁচশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় কবির আহমেদ চৌধুরী বলেন এবার শীতের শুরুতেই হাড় কাঁপানো শীতে অনুভূত হচ্ছে।অনেক নিম্ন আয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেনা। এ অবস্থায় আমি তাদের পাশে দাঁড়িয়েছি। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরব চৌধুরী, ইউপি সদস্য সানু মিয়া, কামাল চৌধুরী, বুলবুল আহমেদ চৌধুরী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শীত বস্ত্র নিতে আসা বানেছা বেগম জানান জানান,এবার খুব শীত পড়েছে।জিনিষপত্রের দাম এখন খুব বেশি। শীতের কম্বল কেনা সম্ভব ছিলনা। এই কম্বল দিয়ে শীতের কষ্ট থেকে বাঁচতে পারব।
বিষয়: #বস্ত্র #বিতরণ #মাধবপুর #শীত