রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশীয় আগ্নেয়াস্ত্র হাতবোমাসহ ছয় সন্ত্রাসীকে আটক করল কোস্টগার্ড
দেশীয় আগ্নেয়াস্ত্র হাতবোমাসহ ছয় সন্ত্রাসীকে আটক করল কোস্টগার্ড
মনির হোসেন
গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার শিবপুরে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০টি দেশীয় অস্ত্র ও ২৯টড হাতবোমাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
আটকরা হলেন- মো. মফিজুল হক মজু (৬২), মো. শাকিল (২৬), মো. মোবারক (৩৮), মো. ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২) ও মো. সিকান্দার (৬৪)।
২৯ ডিসেম্বর রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, ভোলা জেলার সদর উপজেলার বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজুল হক মজুর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করতো বল জানা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলার একটি আভিযানিক দল ভোলা জেলার সদর উপজেলাধীন ৭নং শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমা, ১০টি দেশীয় অস্ত্র এবং ২০ গ্রাম গাঁজাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। আটক মফিজুল হক মজু শাকিল, ইব্রাহিম, মোবারক, মামুন ও সিকান্দারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #আগ্নেয়াস্ত্র #আটক #কোস্টগার্ড #ছয় #দেশীয় #সন্ত্রাসী #হাতবোমাসহ