রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মনির হোসেন, মোংলা
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা কেজি ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর রবিবার আনুমানিক সকাল ৭টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় মোঃ কাজল (২৯), খুলনা জেলা ও মোঃ আবুল হোসেন (৪২), মাদারীপুর জেলার বাসিন্দা।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা এবং আটককৃত দুই মাদককারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #গাঁজাসহ #দুই #মাদককারবারি