বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » আন্তরিক মোনাজাত
আন্তরিক মোনাজাত
কলমে - সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
মাবুদ গো আমরা মানুষ সৃষ্টির সেরা,
তবুও কতো করছি গুনাহের কাজ।
পরে ভেবে দেখছি যখন হয়েছে গুনাহ্,
তখনই তো লাগছে ভিষণ লাজ।
তাই তোমার কাছেই চাইছি দোওয়া,
সব গুনাহ্ থেকে বাঁচাও আমাদের।
যাতে সদা সৎ পথে মোরা চলতে পারি,
তাতে যেন কভু হয় নাকো হেরফের।
আমরা সদা বাঁচতে যে চাই ঈমান নিয়ে,
আর সঙ্গে ভালো আমল করে চলি।
চাইছি যে ঈমানের সাথে করি মৃত্যু বরণ,
এটা সর্বদাই মন থেকে মোরা বলি।
নানান ঝগড়া বিবাদ ও ফিতনা থেকে,
হোকনা এই গোটা সমাজটাই মুক্ত।
আরও মন থেকে চাই আপনার কাছে,
করেন মোদের সদা সৎ পথেতে যুক্ত।
আপনার সৃষ্টি ঐ নিকৃষ্টতর শয়তানটা,
চিরশত্রু গোটা মানবজাতির জন্য।
তার থেকেই আমাদের পরিত্রাণ দিয়ে,
করুন গোটা মানব-জাতিকে ধন্য।
জীবনে নানা ভুলের জন্য চাইছি ক্ষমা,
কারণ আপনি রহিম ও রহমান।
আপনার ক্ষমা পেলে মোরা ধন্য হবো,
করি আপনার প্রশংসা গুণগান।
মোদের আহার জন্ম মৃত্যু তোমার হাতে,
এতে তো নেই কারোরই অবদান।
তাই আমাদের ঈমানের সাথে মৃত্যু দিও,
তুমি মোদের একমাত্র মাবুদ মহান।
বিষয়: #আন্তরিক #মোনাজাত #শিরোনাম