বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গরীব দুঃস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
গরীব দুঃস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা ::
আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড এ শ্লোগানকে সামনে রেখে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের যেকোন প্রয়োজনে পাশে ছিল কোস্টগার্ড। এরই অংশ হিসেবে বাগেরহাটের মোড়লগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি মেডিকেল টিম।
১৫ জানুয়ারি বুধবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ বুধবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন শরনখোলা, দোনা, সোলামবাড়িয়া, পাতাবাড়িয়া, কালিকাবাড়ি ও তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে দুই শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, উক্ত ক্যাম্পেইনে মেডিকেল কর্মকর্তা সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান এবং সার্জন লেফটেন্যান্ট আবিদ আদনান উপস্থিত ছিলেন।
বিষয়: #কোস্টগার্ড #গরীব #চিকিৎসা #দিলো #দুঃস্থ #বিনামূল্যে #শিশু #সহায়তা